বন্দি-বিনিময়ের প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস
2024-02-07 17:09:14

ফেব্রুয়ারি ৭: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে, তারা বন্দি-বিনিময়ের নতুন দফা চুক্তির ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে এবং কাতার ও মিসরের মতো মধ্যস্থতাকারী দেশের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামাস একটি ইতিবাচক মনোভাব নিয়ে সম্ভাব্য চুক্তিকে দেখছে এবং নিজের প্রস্তাবে সার্বিক যুদ্ধবিরতি ও গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের ওপর জোর দিয়েছে।

এদিকে, কাতারের প্রধানমন্ত্রী গতকাল (মঙ্গলবার) সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের সাথে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে বলেন, কাতার ইতোমধ্যে হামাসের কাছ থেকে "ইতিবাচক সাড়া" পেয়েছে। (ইয়াং/আলিম/হাইমান)