কাগজের হটপট
2024-02-07 15:54:01

ফেব্রুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: কাগজের পাত্রে টগবগ করে ফুটছে জল। তৈরি হচ্ছে চীনাদের প্রিয় খাবার ডিশ হটপট। এমনি পরিবেশবান্ধব পাত্র বাজারে এনেছে চীনা কোম্পানি। নন পলিথিন উপাদান দিয়ে এই পাত্র তৈরি করা হয়েছে। বায়োডিগ্রেডেবল এই পাত্র পুরোপুরি পরিবেশবান্ধব। কাগজের এই পাত্রে রান্না করা যায়। এই পাত্রটি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে।এর মূল উপাদান হলো শতভাগ প্রাকৃতিক উড ফাইবার।

চীনের কুয়াংতোং প্রদেশের ফোশান সিটির কুয়াংতোং কুয়ানহাও হাই টেক কোম্পানি এই কাগজের পাত্র উৎপাদন করছে। কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার কাও মিংসিং জানান, এই পাত্র উচ্চ তাপমাত্রায় তেল, পানি, মশলা সহ্য করতে পারে। তাদের উৎপাদিত পণ্য ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মানেও উত্তীর্ণ হয়েছে।

শান্তা/ফয়সল