মার্কিন অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং চীনা উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ
2024-02-07 11:11:12

ফেব্রুয়ারি ৭: গতকাল (মঙ্গলবার) বেইজিং সফররত মার্কিন অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী জে শামবাঘ এবং চীনের রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী হ্য লি ফেং সাক্ষাৎ করেছেন। তাঁরা চীন-মার্কিন আর্থ-বাণিজ্য কর্মদলের তৃতীয় অধিবেশনের প্রতিনিধি হিসেবে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিকায়ন নিয়ে আলোচনা করবেন।

 

সাক্ষাত্কালে হ্য বলেন, দু’পক্ষের উচিত দু’দেশের নেতাদের সানফ্রানসিস্কোর গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে এ কর্মদলের চ্যানেল কাজে লাগিয়ে বিনিময় ও সহযোগিতা গভীরতর করা, যাতে চীন-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল ও উন্নত করা যায় এবং দু’দেশের জনগণ ও শিল্পপ্রতিষ্ঠানের কল্যাণ হয়।

 

উল্লেখ্য, চীন-মার্কিন অর্থনীতি বিষয়ক কর্মদল দু’দেশের যৌথ উদ্যোগে গঠিত অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে অর্থনীতি বিষয়ক বিনিময় ব্যবস্থাপনা।

(সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)