চীনের যন্ত্রশিল্পে স্থিতিশীল প্রবৃদ্ধির পূর্বাভাস
2024-02-06 17:29:29

ফেব্রুয়ারি ০৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের যন্ত্রশিল্পে এ বছর রাজস্ব ও মুনাফা ৫ শতাংশ হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ সময় এ খাতে রপ্তানি প্রায় ২ শতাংশ বাড়বে বলেও আশা করা হচ্ছে। সোমবার বেইজিং-ভিত্তিক চায়না মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশন (সিএমআইএফ)-এর প্রতিবেদনে জানা গেল এ তথ্য।

বৈশ্বিক চাহিদা কমে যাওয়া এবং ভূ-রাজনৈতিক উত্তেজনায় সৃষ্ট অনিশ্চয়তা সত্ত্বেও চীনের যন্ত্রশিল্প ২০২৩ সালে ১.৭ শতাংশ বেড়েছে। এ সময় এ খাতে রপ্তানি ছিল ১ দশমিক শূন্য ৯ ট্রিলিয়ন ডলার। পরপর তিন বছর চীনের যন্ত্রশিল্প খাত ছাড়িয়েছে ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক। 

সিএমআইএফ-এর প্রধান অর্থনীতিবিদ ইয়ে তিংতা বলেছেন, অনেক চীনা নির্মাতা এখন নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার নতুন বাজার ধরতে আগ্রহী। বৈদেশিক বাণিজ্যে তারা একটি বৈচিত্র্যময় বিন্যাস তৈরি করতে পেরেছে। এ ধারা এ বছরও থাকবে বলে জানান ইয়ে তিংতা।

সিএমআইএফ-এর তথ্যে জানা গেল, চীনের তিনটি বড় প্রযুক্তিনির্ভর পণ্যের সম্মিলিত রপ্তানি মূল্য গতবছর ছাড়িয়েছে ১ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন ইউয়ান (১৪৭.৩১ বিলিয়ন ডলার)। এ তিনটি পণ্য হলো সোলার ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং বিদ্যুৎচালিত গাড়ি। এগুলোর রপ্তানি প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ইউয়ানের মাইলফলক ছাড়িয়েছে। যা আগের বছরের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন।