ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশিদের পছন্দের শীর্ষে চীনা পণ্য
2024-02-06 17:30:56

ফেব্রুয়ারি ০৬, ঢাকা, সিএমজি বাংলা: বাংলাদেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় বিভিন্ন দেশের স্টল ও পণ্য থাকলেও বাংলাদেশি নাগরিকদের মধ্যে ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠেছে চীনা পণ্য। বিশেষ করে ক্রেতাদের পছন্দের শীর্ষ অবস্থানে রয়েছে চীনে তৈরি হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স ও অন্যান্য পণ্য।

সোমবার বাণিজ্য মেলায় সরেজমিনে বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে এমন চিত্র। মেলায় দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটিএইডস, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্যের পাশাপাশি চীনের তৈরি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য, অ্যালুমিনিয়াম, ক্রোকারিজ ও শিশুদের খেলনার দোকানগুলোতে আলাদা করে ভিড় লক্ষ করা গেছে।

মেলায় চীনা গেজেট পণ্যের স্টল 'সিংইয়ুন' থেকে কেনাকাটা করছেন সুমি আক্তার। তিনি বলেন, “আমি প্রায়ই কসমেটিকসহ বিভিন্ন চীনা পণ্য কিনে থাকি। এর আগে চীনা ব্রান্ডের পারফিউম কিনেছিলাম। আজও একটি গেজেট কিনেছি। চীনের তৈরি পণ্যগুলোর গুণগত মান অনেক ভালো। তাই আমি চীনা পণ্য ব্যবহার করি।”

চায়না বাজার নামে একটি স্টলের ব্যবস্থাপক জানান, আমার দোকানের অধিকাংশ পণ্যই চীনা। এর মধ্যে হোম অ্যাপ্লায়েন্স বেশি। চীনা পণ্য কিনছেন ক্রেতারা। এসব পণ্যের চাহিদা অনেক বেশি।'

আয়োজক–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর দেশি–বিদেশি মিলিয়ে ৩৩১টি স্টল মেলায় অংশ নেয়। এ বছর সব মিলিয়ে ৩৫০টি স্টল অংশ নিয়েছে। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সিঙ্গাপুর, তুরস্ক, ইরান, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ব্যবসায়ীরা মেলায় নিজেদের পণ্য বিক্রি করছেন।

২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তর করে সরকার।

শুভ/শান্তা

ছবি: সিএমজি