২০২৪ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ২.৯ শতাংশ হবে: ওইসিডি
2024-02-06 11:00:37

ফেব্রুয়ারি ৬: গতকাল (সোমবার) অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) প্রকাশিত ইকনোমিক আউটলুক প্রতিবেদনে ২০২৪ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ২.৬ শতাংশ এবং ২০২৫ সালে তার পরিমাণ ৩ শতাংশ হবে বলে অনুমান করা হয়। এশিয়ার বিভিন্ন দেশ বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।

 

ওইসিডির মহাসচিব ম্যাথিয়াস কোরম্যান জানান যে, গত দুই বছরের মধ্যে মুদ্রাস্ফীতি ও অর্থ সংকোচন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি দৃঢ়তা বজায় রেখেছে। ২০২৫ সালের শেষ নাগাদে জি টোয়েন্টির অধিকাংশ সদস্যদেশের মুদ্রাস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মানে নামতে পারবে।

 

প্রতিবেদনে বলা হয়, ভৌগোলিক রাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতি অর্থনৈতিক অস্থিতিশীলতার মূল কারণ। মধ্যপ্রাচ্যে গুরুতর সংঘর্ষের কারণে লোহিত সাগরে পণ্য পরিবহন ব্যাপক ঝুঁকিতে পড়েছে। পণ্য পরিবহন স্থগিত করা হয়েছে। যদি এ সংঘর্ষ অব্যাহত থাকে, তাহলে বিভিন্ন পণ্যের দাম আরও বাড়বে। তাই বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির উন্নয়ন ও প্রবৃদ্ধি বিশ্ব বাণিজ্যের পুনরুত্থানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

 

(সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)