হামাসের অর্ধেক সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে: ইসারায়েলি প্রতিরক্ষামন্ত্রী
2024-02-06 10:54:11

ফেব্রুয়ারি ৬: গতকাল (সোমবার) তেলআবিবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসারায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেন, এ পর্যন্ত হামাসের অর্ধেক সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে ইসারায়েলি বাহিনী। হামাসের ২৪টি ক্যাম্পের মধ্যে ১৮টি বিধ্বস্ত করা হয়েছে। গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এখন পালিয়ে আছে।

 

তিনি আরও বলেন, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে হামাসের অভিযান ব্যর্থ হয়েছে। খান ইউনিসে ইসারায়েলি বাহিনীর সামরিক অভিযান শেষ করে রাফায় হামাসের গোপন সশস্ত্র জঙ্গিদের নির্মূল করবে।তাই গাজায় ইসারায়েলি বাহিনীর কার্যক্রম আরো কয়েক মাস থাকবে।

 

এদিন ইসারায়েলি সরকারের তথ্য কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসকে পরাজিত করতে হবে, তাদের অন্য বাছাই নেই।

 

উল্লেখ্য, গাজায় ফিলিস্তিনি জনস্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ৭ অক্টোবর থেকে নতুন দফার সংঘর্ষের পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ২৭ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৬৬ হাজারেরও বেশি লোক আহত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)