দুর্নীতি দমন প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান লি ছিয়াংয়ের
2024-02-06 17:32:01


ফেব্রুয়ারি ০৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির পূর্ণ ও কঠোর স্ব-শাসনের কৌশলগত নীতির দৃঢ় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী লি ছিয়াং।


ক্লিন গভর্নেন্স বিষয়ক স্টেট কাউন্সিলের সভায় এ মন্তব্য করেন লি।

পার্টির আচরণজনিত উন্নতি, সততা বজায় রাখা এবং সরকারের ভেতরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 


সভায় দেওয়া ভাষণে সরকারের সকল স্তরে এবং বিভাগগুলোর দলীয় আচরণের উন্নতি, সততা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে গত এক বছরে যে অগ্রগতি হয়েছে সেটা উল্লেখ করেন লি ছিয়াং।


এ সময় রাজনৈতিক শৃঙ্খলা ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান লি। দেশের সকল স্তরের সরকার এবং তাদের বিভাগগুলোর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংশোধনের দিকে মনোনিবেশ করার আহ্বানও জানান তিনি। 


এ ছাড়া, দুর্নীতির জন্ম দেয় এমন ভিত্তিগুলো অপসারণ করতে এবং দুর্নীতি প্রতিরোধ ও সংশোধনের কাজে সামঞ্জস্য বজায় রাখারও আহ্বান জানান লি।


প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন পারফরমেন্স মূল্যায়নের সময় জনগণের সুবিধার দিকেই মনোনিবেশ করতে হবে। অর্থহীন আনুষ্ঠানিকতা এবং আমলাতন্ত্রকে দৃঢ়তার সাথে পরিহার করার পাশাপাশি আত্মতুষ্টিমূলক চিন্তা ও আচরণের বিরুদ্ধে সতর্ক থাকার ওপরও জোর দেন তিনি।


সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং বৈঠকে সভাপতিত্ব করেন।


ফয়সল/শান্তা


তথ্য ও ছবি: সিসিটিভি।