দেশে গৃহহারা মানুষের সংখ্যা ১.১ কোটিরও বেশি: সুদান সরকার
2024-02-06 14:18:40

ফেব্রুয়ারি ৬: গত বছরের এপ্রিলে সুদানে সংঘর্ষ শুরু হলে এখন পর্যন্ত দেশটিতে গৃহহারা মানুষের সংখ্যা ১.১ লাখ ছাড়িয়ে গেছে। সুদানের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গৃহহারা মানুষের মধ্যে প্রায় ৪০ লাখ নারী ও ৩০ লাখ শিশু রয়েছে। তাদের ৯০ শতাংশই খার্তুম, গেজিরা রাজ্য এবং দারফুর এলাকার মানুষ।

বিবৃতিতে বলা হয়, সুদান সরকার ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় মানবিক সহায়তা দেবে’।

গত বছরের এপ্রিলে সুদানের র‍্যাপিড সাপোর্ট ফোর্স ও সুদানি সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত ঘটে। দু’পক্ষ অনেকবার যুদ্ধবিরতিতে পৌঁছায়, তবে তা স্থায়ী হয়নি। জাতিসংঘের তথ্য অনুসারে, সংঘর্ষের কারণে সুদানে প্রায় আড়াই লাখ মানুষের মানবিক সাহায্য দরকার।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)