‘বিশ্বব্যাপী বসন্ত উত্সব আয়োজন চীনা সভ্যতার সাথে অন্যান্য সভ্যতার বিনিময়ের বহিঃপ্রকাশ’
2024-02-06 19:30:47

ফেব্রুয়ারি ৬: বিশ্বব্যাপী বসন্ত উত্সব আয়োজন চীনা সভ্যতার সাথে অন্যান্য সভ্যতার বিনিময় ও যোগাযোগ বৃদ্ধির বহিঃপ্রকাশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, বসন্ত উত্সব শান্তি, সম্প্রীতি ও ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির বাহক। এ উত্সব চীনা সভ্যতার সাথে অন্যান্য সভ্যতার পারস্পরিক শিক্ষাকেও অনুপ্রাণিত করছে।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে চীনের বসন্ত উত্সবের প্রথম দিনকে সরকারি ছুটির দিন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব পাস হয়। এবার প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ভিয়েনায় জাতিসংঘের সদর দপ্তরের মতো সংস্থাগুলো বসন্ত উত্সব পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে। পাশাপাশি, জাতিসংঘে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বসন্ত উত্সবের রীতি অনুসারে ডাম্পলিং তৈরির মতো বিষয়গুলোর সাথে পরিচিত হচ্ছেন। নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ চীনা নববর্ষকে স্বাগত জানাতে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। (ইয়াং/আলিম/ছাই)