ওয়াং ই ও এসপেন বার্থ এইডে’র বৈঠক অনুষ্ঠিত
2024-02-06 14:57:22

ফেব্রুয়ারি ৬: গতকাল (সোমবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড বৈঠক করেছেন। নতুন বছর চীন সফররত প্রথম ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব এইড।

বৈঠকে ওয়াং ই বলেন, এ সফর চীনের প্রতি নরওয়ের গুরুত্ব এবং দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছার প্রতিফলন। দেশটির সরকারের বাস্তবমুখী, যুক্তিসম্মত ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন বিশ্লেষণ করা, দেশটির একচীন নীতিতে অবিচল থাকা এবং চীনের সঙ্গে বন্ধুত্বের প্রশংসা করে বেইজিং।

 

দু’পক্ষ একমত হয়েছেন যে, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকর ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠান আয়োজন করবে এবং দু’দেশের উচ্চ পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠতর করবে। অব্যাহতভাবে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীরতর করে, দ্বিপাক্ষিক সবুজ রূপান্তরের সহযোগিতামূলক সংলাপ প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করে, ব্যক্তি পর্যায়ে যোগাযোগের ব্যবস্থা শক্তিশালী করা হবে। বহুপক্ষবাদ এবং অবাধ বাণিজ্যের উদ্যোগ নেওয়া, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষার মতো অভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সমন্বয় বাড়ানো হবে।

এ ছাড়া, দু’পক্ষ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর মতবিনিময় করেছে।

(প্রেমা/তৌহিদ/শ্যুয়ে)