ফেব্রুয়ারি ৬: ইরাক অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যে-কোনো দেশের যে-কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে। ইরাকের প্রধানমন্ত্রী সুদানী গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ কথা বলেন।
এর আগে গত রোববার তিনি ইরানের সুপ্রিম জাতীয় সুরক্ষা কাউন্সিলের সচিব আহমাদিনিয়ানের সাথে সাক্ষাতে বলেন, ইরাক সর্বদা ভালো প্রতিবেশী ও বন্ধুত্বের নীতি মেনে চলে ও চলবে। তবে, ইরাক সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপস করবে না।
জবাবে আহমাদিনিয়ান বলেন, ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাবে ইরান। ইরান ও ইরাকের যৌথ নিরাপত্তা চুক্তি অনুযায়ীই এটা করবে তেহরান। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)