চীনে বেড়েছে ভোগ্যপণ্যের বাজার
2024-02-06 19:50:04

ফেব্রুয়ারি ০৬, সিএমজি বাংলা ডেস্ক: গতবছর চীনে ৪৭ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের ভোগ্যপণ্য কেনাবেচা হয়েছে। যা আগের বছরের চেয়ে ৭ দশমিক ২ শতাংশ বেশি। চীনের অর্থনৈতিক উন্নতিতে এর অবদান ৮২ দশমিক ৫ শতাংশ এবং এ পরিসংখ্যান চীনের ঊর্ধ্বমুখী জীবনমানেরই একটি সূচক। স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের (এসসিআইও) সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য উপমন্ত্রী শেং ছিউপিং জানালেন এসব তথ্য।

২০২৩ সালে চীনের অনলাইন খুচরা বিক্রির পরিমাণ ছিল ১৫ দশমিক ৪ ট্রিলিয়ন ইউয়ান। টানা ১১তম বছরে এ খাতে বিশ্বসেরার অবস্থান ধরে রেখেছে চীন।

শেং জানান, চীনের অটোমোবাইল এবং গৃহস্থালীর পণ্যের ব্যবহার বাড়াতে কিছু নীতিগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে সেবামূলক বাণিজ্যের খুচরা বিক্রিতে প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশ এবং খাবারের ব্যবসায় আয়ের পরিমাণ প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে (৭০০ বিলিয়ন ডলার)।

একই সময়ে অনলাইনে খুচরা বিক্রি সাড়ে ১২ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করেন শেং।

কাউন্টি পর্যায়ের বাণিজ্যকে শক্তিশালী করতে চীনে একটি তিন বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান বাণিজ্য উপমন্ত্রী।

শেং বলেন, চীনে যে সকল কমিউনিটি সার্কেল তৈরি করা হয়েছে তার মধ্যে ৭ লাখ ৮০ হাজার বাণিজ্যিক কেন্দ্র আছে। যা থেকে সেবা পাচ্ছে প্রায় ৬ কোটি ৪০ লাখ চীনা নাগরিক।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।