২০২৪ দুবাই ‘উষ্ণ ও আনন্দময় বসন্ত উত্সব’ শুরু
2024-02-05 14:23:24

ফেব্রুয়ারি ৫: চীনের বসন্ত উত্সব উপলক্ষ্যে ‘উষ্ণ ও আনন্দময় বসন্ত উত্সব-২০২৪’ প্যারেডের উদ্বোধনী অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিখ্যাত ল্যান্ডমার্ক বুর্জ খলিফা পার্কে অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের চীনা রাষ্ট্রদূত চাং ই মিং, দুবাইয়ে চীনা কনসাল জেনারেল লি সিয়ু হাং, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য উপমন্ত্রী আহমেদ আল সালেহ, সংযুক্ত আরব আমিরাত অফিসের দুবাই কার্যালয়ের পরিচালক প্রিন্স মাকতুম, দুবাই ট্যুরিজম ব্যুরোর সিইও ইকোনমি কাজিম এবং অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানটি চার দিন ধরে চলবে। এতে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, উচ্চ প্রযুক্তি প্রদর্শন, খাবার ও খেলা ইত্যাদি বিষয় থাকবে। এটি চীন ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীর ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানের সূচনা।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত চাং ই মিং বলেন, গত ৪০ বছরে দু’দেশের নেতার নেতৃত্বে চীন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক বিরাট উন্নত হয়েছ, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। তিনি আশা করেন, বসন্ত উত্সবের মাধ্যমে সবাই চীনা সংস্কৃতি আরো বেশি জানতে পারবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে।

বাই ট্যুরিজম ব্যুরোর সিইও ইকোনমি কাজিম বলেন, গত ৪০ বছরে চীন ও সংযুক্ত আরব আমিরাত একে-অপরকে সম্মান করেছে, স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। চীনের বসন্ত উত্সব উপলক্ষ্যে তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং দু’দেশের বন্ধুত্বের স্থায়িত্ব কামনা করেন।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)