বসন্ত উত্সবের ৪০ দিনে ৯০ কোটি যাত্রী
2024-02-05 19:05:41

ফেব্রুয়ারি ৫: চীনের আসন্ন বসন্ত উত্সবকে সামনে রেখে, বিশেষ পরিবহন কার্যক্রম শুরু হয়ে গেছে। উত্সবের আগে-পরে মোট ৪০ দিনে বিভিন্ন যানবাহনে যাত্রীর সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ইতোমধ্যেই রেলপথ, বিমানপথ ও সড়কপথ নিয়ে গড়ে ওঠা চীনের সুবিধাজনক ও আধুনিক পরিবহনব্যবস্থা আরও চাঙ্গা হয়েছে। চীনারা এ সময় ভ্রমণ করতে পছন্দ করেন এবং ভ্রমণ থেকে আনন্দও পান। চীন সরকারের অনুমান অনুযায়ী, চলতি বছরের বসন্ত উত্সবের সময় মানুষ চলাচলের মাত্রা উল্লেখযোগ্যভাবে প্রাক-মহামারী পর্যায়কে ছাড়িয়ে যাবে। রেলপথ ও বেসামরিক বিমান চলাচল খাতে যাত্রীসংখ্যা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করবে বলেও অনুমান করা হচ্ছে।

২০২৪ সালের বসন্ত উত্সবের সময় বিমানপথে ফ্লাইট ও যাত্রীর সংখ্যা ২০১৯ সালের বসন্ত উত্সবের সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। চীনের বেসামরিক বিমান চলাচল ব্যুরোর অনুমান অনুযায়ী, ২০২৪ সালে বসন্ত উত্সবের সময়ে যাত্রীর সংখ্যা ৮ কোটি হবে, যা ইতিহাসের নতুন রেকর্ড।  দৈনিক গড় যাত্রী সংখ্যা হবে ২০ লাখ, যা ২০১৯ সালের চেয়ে ৯.৮ শতাংশ বেশি। (ছাই/আলিম)