বসন্ত উৎসবকে কেন্দ্র করে চীনে বেড়েছে স্বর্ণ বিক্রি
2024-02-05 20:23:57

 

ফেব্রুয়ারি ০৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনাদের ঐতিহ্যবাহী উৎসবগুলোর একটি চাইনিজ চান্দ্র নববর্ষ বা বসন্ত উৎসব। আর মাত্র ৪ দিন পরই উৎসবটি উদযাপিত হবে। এরমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন দেশটির নাগরিকরা।

 

চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। আর উৎসব এলেই বিভিন্ন পণ্যের পাশাপাশি স্বর্ণের গহনা কেনেন চীনা নারীরা। বিশেষ করে, চীনাদের কাছে স্বর্ণ বা স্বর্ণের গহনা কেনা একটি ঐতিহ্যবাহী অভ্যাস। আর তাইতো বসন্ত উৎসবকে সামনে রেখে শাংহাইয়ের সোনার দোকানগুলোতে গহনা বিক্রি বৃদ্ধি পেয়েছে।

 

শাংহাইয়ের ইউ ইয়ান গার্ডেন শপিং মলের বৃহত্তম গহনার দোকানে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য ক্রেতা। তারা নিজের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও জন্য সোনার গহনা কিনছেন।

 

লাওমিয়াও জুয়েলারির চিনরং ফ্ল্যাগশিপ স্টোরের ম্যানেজার ছেন মেং-ই বলেন, “যেসব ভোক্তা বছরের শেষে বোনাস পেয়েছেন তারা বিনিয়োগ হিসেবে স্বর্ণ কিনছেন। আবার অনেকে সাজার জন্য গহনা কিনছেন। ড্রাগন বর্ষ যতই ঘনিয়ে আসছে কেনাবেচা ততই বেড়েই চলেছে।”

 

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের মতে, ২০২৩ সালে চীনে সোনার ব্যবহার ১ হাজার টন ছাড়িয়ে গেছে, যা ২০২২ সালের তুলনায় প্রায় নয় শতাংশ বেশি।

 

দেশটির অর্থনীতিবিদরা বলছেন, গত এক বছরে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় অনেকে শুধুমাত্র ঐতিহ্যগত কারণেই নয়, বিনিয়োগ হিসেবেও স্বর্ণ কিনছেন।

 

শুভ/শান্তা/রহমান