কয়লা খনির দুর্ঘটনা রোধে প্রচারণা শুরু হচ্ছে চীনে
2024-02-05 20:28:28

ফেব্রুয়ারি ০৩, সিএমজি বাংলা ডেস্ক: কয়লা খনির দুর্ঘটনা রোধে একটি নতুন প্রশাসনিক প্রবিধান প্রণীত হওয়ার প্রেক্ষাপটে এ সম্পর্কিত একটি প্রচারণা শুরু করতে যাচ্ছে চীন।

গত ডিসেম্বরে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী সভায় এই প্রবিধানটি অনুমোদিত হয় এবং মে মাস থেকে এটি কার্যকর হবে।

চীনের জাতীয় খনি নিরাপত্তা প্রশাসনের প্রধান হুয়াং চিনশ্যং রোববার স্টেট কাউন্সিল তথ্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, কয়লা খনি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ শিল্প তবে খনিতে নিরাপদ উৎপাদনকে তারা সবসময়ই অগ্রাধিকার দেন।

তিনি জোর দিয়ে বলেন, কয়লা খনির উৎপাদনে নানা সমস্যা রয়েছে, যেমন ‘নিরাপত্তা প্রতিবিধান বাস্তবায়নে অপর্যাপ্ততা, অসম্পূর্ণ তদন্ত, ঝুঁকি ও বিপদের ব্যাপারে শিথিল নজরদারি এবং একটি অপূর্ণ ব্যবস্থাপনা ব্যবস্থা।

সাম্প্রতিক সময়ে সারা দেশে কয়লা খনিতে অনেকগুলো দুর্ঘটনা ঘটার প্রেক্ষাপটে সর্বশেষ প্রবিধান প্রণয়ন করা হয়েছে – একথা উল্লেখ করে হুয়াং জানান, এটি খনির নিরাপত্তার একটি মৌলিক প্রবিধান। - রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি