চিলির বনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪
2024-02-05 15:04:57

ফেব্রুয়ারি ৫: চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক গতকাল (রবিবার) বলেন, সম্প্রতি মধ্য চিলির ভালপারাইসো অঞ্চলের বনভূমিতে অগ্নিকাণ্ডে ৬৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেদিন গ্যাব্রিয়েল বোরিক দুর্যোগ কবলিত এলাকায় যান। তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, ভালপারাইসো অঞ্চলে একাধিক সক্রিয় ফায়ার স্পট রয়েছে। কিছু এলাকার আগুন কমলে কর্মীরা ক্ষয়ক্ষতির আরও সঠিক তথ্য পাবেন এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে। ২০১০ সালের ভূমিকম্পের পর এই অগ্নিকাণ্ড চিলির সবচেয়ে বড় বিপর্যয়। অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে চিলি দুই দিনের জাতীয় শোক পালন করবে।

ভালপারাইসো অঞ্চলের গভর্নর রদ্রিগো মুন্ডাকা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, অগ্নিকাণ্ডটি একই সময় কয়েকটি স্থানে ছড়িয়ে পড়ে। ইচ্ছাকৃত অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে।

সেন্ট্রাল চিলিতে দাবদাহ চলছে। কিছু এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। উচ্চ তাপমাত্রা, খরা ও পরিবর্তনশীল বাতাস অগ্নিনির্বাপণের কাজে জটিলতা বাড়িয়েছে। চিলির দুর্যোগ ত্রাণ বিভাগের তথ্য অনুযায়ী, ভালপারাইসো অঞ্চলে ১১ হাজার হেক্টরের বেশি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

(অনুপমা/তৌহিদ)