চীনে ‘কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থাপনার অন্তর্বর্তীকালীন বিধান’ প্রকাশিত
2024-02-05 15:52:21

ফেব্রুয়ারি ৫ : চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (রোববার), রাষ্ট্রীয় পরিষদের আদেশে, ‘কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থাপনার অন্তর্বর্তীকালীন বিধান’ স্বাক্ষর করেন। এটি আগামী পয়লা মে থেকে কার্যকর হবে।

বিধানে বাস্তবতার আলোকে সংশ্লিষ্ট মৌলিক ব্যবস্থার পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে কার্বন নির্গমন বাণিজ্যনীতির কার্যকারিতা নিশ্চিত হবে। বিধানে মোট ৩৩টি ধারা রয়েছে।

এতে বলা হয়েছে:

প্রথমত, সিপিসি’র নেতৃত্ব নিশ্চিত করতে হবে। কার্বন নির্গমন ট্রেডিং ও এ সম্পর্কিত কার্যক্রম পরিচালনায় সিপিসি ও দেশের লাইন, নীতি, সিদ্ধান্ত ও ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে;

দ্বিতীয়ত, সংশ্লিষ্ট তত্ত্বাবধান ও পরিচালনা ব্যবস্থা নির্ধারণ করতে হবে। রাষ্ট্রীয় পরিষদের প্রাকৃতিক পরিবেশ বিভাগ কার্বন নিঃসরণ বাণিজ্য ও এ সম্পর্কিত কার্যক্রমের তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব পালন করবে;  

তৃতীয়ত, কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থাপনার জন্য একটি মৌলিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে। জাতীয় কার্বন নিঃসরণ অধিকার নিবন্ধন সংস্থা ও ট্রেডিং এজেন্সিগুলোর আইনি অবস্থা ও দায়িত্ব স্পষ্ট করা হবে;  

চতুর্থত, কার্বন নিঃসরণ উপাত্ত জালিয়াতি প্রতিরোধ করতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। (ছাই/আলিম)