চীন সরকারের মৈত্রী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বেইজিংয়ে আয়োজিত
2024-02-05 11:17:55

ফেব্রুয়ারি ৫: গতকাল (রোববার) চীন সরকারের মৈত্রী পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৩ বেইজিংয়ে আয়োজন করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ম্যাডাম শেন ই ছিন বিদেশি বিশেষজ্ঞদের এ পুরস্কার বিতরণ করেছেন।

ভাষণে শেন বলেন, আরো উন্মুক্ত ও কার্যকর দক্ষ ব্যক্তিদের জন্য এ নীতি চালু করে চীনে বিদেশি বিশেষজ্ঞদের জীবনযাপনে আরো সুযোগ সুবিধা দেবে; যাতে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন আরো বেশি দক্ষ বিদেশিদের আকর্ষণ করতে পারে।

 

তিনি আরো বলেন, গত ১০ বছরে চীন সরকার দক্ষ ব্যক্তিদের মাধ্যমে দেশকে শক্তিশালী করার নীতি চালু করেছে, বিদেশি বিশেষজ্ঞদের পরিষেবা ও অধিকার নিশ্চিত ব্যবস্থাপনা পূরণ করেছে, তাদের চীনে আসা এবং চীনের উন্নয়নে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। বর্তমানে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ও গুণগতমানের উন্নয়নের উন্মুক্তকরণ প্রক্রিয়া চলছে। বিদেশি বিশেষজ্ঞরা চীনের উন্নয়নে আরো বেশি পরামর্শ ও প্রস্তাব দেবেন বলে আশা করে চীন।

চীন সরকারের মৈত্রী পুরস্কার দেশের সংস্কার ও উন্নয়নে কর্মরত বিদেশি বিশেষজ্ঞদের জন্য বিশেষ মর্যাদা। ২০২৩ সালে মোট ৫০জন বিদেশি বিশেষজ্ঞ এ পুরস্কার লাভ করেছেন।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)