ফেব্রুয়ারি ৫: প্রতিবছর চীনের বাইরেও বসন্ত উত্সব পালিত হয়। তবে, এবার আরও অনেক দেশ ও অঞ্চলে বসন্ত উত্সব তথা চীনা চান্দ্রপঞ্জিকার নববর্ষ পালিত হবে।
২০২৩ সালের ২২ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বসন্ত উত্সবের প্রথম দিত তথা চীনা নববর্ষের প্রথম দিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ফলে, দিনটি এখন অনেক দেশেই আলাদা মর্যাদা পাচ্ছে।
আগামী ১০ ফেব্রুয়ারি চীনা নববর্ষের প্রথম দিন। বিশ্বের অনেক দেশ জনগণকে আনন্দদায়ক ও শান্তিপূর্ণ চীনা নববর্ষের সংস্কৃতি উপভোগ করার সুযোগ দিতে প্রস্তুতি নিচ্ছে।
বর্তমানে, পাঁচটি মহাদেশের ২৩টি দেশ চীনের ভিসামুক্ত সুবিধা পাচ্ছে। আর, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো চীনা পর্যটকদের প্রিয় পর্যটনগন্তব্যে পরিণত হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডও চীনকে ভিসামুক্ত সুবিধা পাচ্ছে ও চীনাদের ভিসামুক্ত সুবিধা দিচ্ছে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর পর্যটন খাত আরও চাঙ্গা হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)