বসন্ত উত্সবের আগে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সেমিনারে চীনা প্রধানমন্ত্রী
2024-02-05 11:19:25

ফেব্রুয়ারি ৫: গতকাল (রোববার) বিকেলে বেইজিংয়ের গণ-মহাভবনে ২০২৩ সালে চীন সরকারের মৈত্রী পুরস্কার বিজয়ী ও চীনে কর্মরত বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সেমিনারে অংশগ্রহণ করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং।

প্রধানমন্ত্রী বিদেশি বিশেষজ্ঞ ও তাদের আত্মীয়স্বজনকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দীর্ঘকাল ধরে চীনের উন্নয়নে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং চীনের উন্নয়ন ও সরকারের কাজে তাদের পরামর্শ ও প্রস্তাব শোনেন।

 

সেমিনারে লি বলেন, বিদেশি বিশেষজ্ঞরা চীনের আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশি-বিদেশি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এসব কাজের মাধ্যমে তাঁরা ইতিবাচক অবদান রেখেছেন এবং নিজেদের মূল্য বাস্তবায়ন করেছেন। বর্তমানে চীনে গুণগতমানের উন্নয়ন ও চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন কাজ চলছে; তাই বিদেশি বিশেষজ্ঞরা বিভিন্ন কাজে ব্যাপক ও বিস্তারিত সুযোগ পাবে।

 

তিনি জোর দিয়ে বলেন যে, চীনের উন্নয়ন উন্মুক্ত এবং তা বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ ব্যক্তিদের স্বাগত জানায়। চীন সরকার সংশ্লিষ্ট নীতিমালা আরো সহজতর ও সুবিধাজনক করবে; যাতে বিদেশি দক্ষ ব্যক্তিদের চীনে জীবনযাপনে আরো উপযুক্ত পরিবেশ গড়ে তোলা যায়।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)