ফেব্রুয়ারি ৪: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর, দ্বাদশ ‘কৃষি, গ্রাম ও কৃষক’ শীর্ষক কর্মনির্দেশিকার এক নম্বর দলিল গতকাল (শনিবার) প্রকাশিত হয়। দলিলে গ্রামীণ পুনরুজ্জীবন কার্যক্রমের রোডম্যাপ নির্ধারিত হয়েছে।
দলিলে ছয়টি অংশ আছে: জাতীয় খাদ্যশস্যের নিরাপত্তা নিশ্চিত করা; বড় মাপের দারিদ্র্যে প্রত্যাবর্তন রোধ করা; গ্রামীণ শিল্প উন্নয়নের মান উন্নত করা; গ্রামীণ নির্মাণের মানদন্ড উন্নত করা; গ্রামীণ ব্যবস্থাপনার মান উন্নত করা; ‘কৃষি, গ্রাম ও কৃষক’ শীর্ষক কাজে সিপিসি’র সার্বিক নেতৃত্ব জোরদার করা।
দলিলে বলা হয়েছে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের জন্য কৃষিশিল্পের ভিত্তি জোরদার করতে এবং সার্বিক গ্রামীণ পুনরুজ্জীবনের কাজে গতি আনতে হবে; জনগণকেন্দ্রিক উন্নয়নের চিন্তাধারা অনুসরণ করে যেতে হবে; এবং সম্পূর্ণ, সঠিক ও সার্বিকভাবে নতুন উন্নয়নের ধারণা বাস্তবায়ন করতে হবে।
দলিলে কৃষকদের আয় বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। (ছাই/আলিম)