এক-চীন নীতিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফিজি
2024-02-04 20:00:30

ফেব্রুয়ারি ০৪, সিএমজি বাংলা ডেস্ক: ফিজির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মানোয়া কামিকামিকা শুক্রবার বলেছেন, তার দেশ দৃঢ়ভাবে এক-চীন নীতি সমর্থন করে। চীন ও ফিজির মধ্যে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে নতুন গতি সঞ্চারের ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।

চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির প্রধান লুও চাওহুইয়ের সঙ্গে বৈঠকের পর কামিকামিকা চীনের ব্যাপারে তার দেশের অবস্থান তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, চীনের আধুনিকীকরণের কৌশলগুলো উন্নয়নশীল দেশগুলোকে নতুন পথ দেখাচ্ছে। চীনের শাসন ব্যবস্থা থেকে ফিজির অনেক কিছু শেখার আছে বলেও তিনি জানান।

কামিকামিকা বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে এবং চীনের দেখানো বড় উন্নয়নমূলক উদ্যোগে অংশ নিতেও প্রস্তুত।

লুও বলেন, এক-চীন নীতির প্রতি ফিজির সমর্থনের প্রশংসা করে চীন এবং মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যত গঠনে ফিজির সঙ্গে চীন কাজ করতে ইচ্ছুক।

তিনি বলেন, ফিজির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও সহায়তা দিতে ইচ্ছুক চীন।

ফিজির অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথেও দেখা করেন লুও এবং ফিজিতে চীন-সহায়তা প্রকল্পগুলো পরিদর্শন করেন।

-রাসু/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া।