গ্রামীণ পুনরুজ্জীবনকে জোর দিয়ে চীনের কেন্দ্রীয় নথি প্রকাশ
2024-02-04 20:07:59

ফেব্রুয়ারি ০৪, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের জন্য ‘১ নং কেন্দ্রীয় নথি’ উন্মোচন করেছে চীন। এই বছর গ্রামীণ পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে অগ্রাধিকার দিয়ে এর রূপরেখা দেওয়া হয়েছে।

নথিতে মোট ছয়টি ভাগ আছে। এগুলো হলো—জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বড় আকারের দারিদ্র্য প্রতিরোধ করা, গ্রামীণ শিল্পের উন্নয়ন, গ্রামীণ নির্মাণকে শক্তিশালী করা, গ্রামীণ শাসনব্যবস্থার উন্নয়ন এবং কৃষি, গ্রামীণ এলাকা ও কৃষকের নানা বিষয়ে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে শক্তিশালী করা।

প্রতি বছর চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এই নীতি বিবৃতি প্রকাশ করে। দেশটির নীতি অগ্রাধিকারের সূচক হিসেবে দেখা হয় এই নথিকে।

নথিতে বলা হয়েছে, চীনা আধুনিকায়নের প্রচারের জন্য, ক্রমাগত কৃষির ভিত্তিকে সুসংহত করা এবং গ্রামীণ পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে এগিয়ে নেওয়াটা জরুরি।

এতে সবুজ গ্রামীণ উন্নয়নকে ঘিরে নানা কর্মসূচি, কাজের পদ্ধতি এবং অগ্রগতির প্রক্রিয়া নিয়ে গবেষণার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

নথিতে বলা হয়েছে, নতুন যুগে চীনের নতুন যাত্রায়, কৃষি, গ্রামীণ এলাকা এবং গ্রামীণ পুনরুজ্জীবনের প্রচারে জোর দেওয়া উচিত।

চীনের গ্রামগুলোর নবজাগরণের সঙ্গে বিজ্ঞান-প্রযুক্তি উন্নয়নের ভূমিকার কথাও নথিতে বলা হয়েছে। এ ছাড়া, গ্রামীণ বাসিন্দাদের আয় বাড়ানোর প্রচেষ্টা জোরদার করা ও আয়ের উপায় বাড়ানোর কথাও আছে এতে।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া।