আখেরি মোনাজাতে বাংলাদেশে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
2024-02-04 20:11:32

ফেব্রুয়ারি ৪, ঢাকা : আল্লাহর সন্তুষ্টি, দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি প্রত্যাশায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশে শেষ হলো তাবলিগ জামাতের তিন দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রোববার সকাল ৯টা থেকে গাজীপুরের টঙ্গীতে এই আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের তাবলিগ জামায়াতের শুরা সদস্য মাওলানা মো. জুবায়ের হাসান। আরবি, উর্দু ও বাংলা মিলিয়ে তিনি ২২ মিনিটে মোনাজাত শেষ করেন। 

এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে রাত থেকেই টঙ্গীর ইজতেমা ময়দানে জড়ো হন লাখো মুসল্লি। মাঠে ঠাঁই না পেয়ে অনেকেই অবস্থান নেন আশেপাশের সড়কে।

মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে যানবাহন চলাচলে ছিল ট্রফিক বিভাগের বিশেষ নির্দেশনা। গেল শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ঐশী/ফয়সল