ইয়েমেনে আবারও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা
2024-02-04 15:20:23

ফেব্রুয়ারি ৪: ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। স্থানীয় সময় ৩ ফেব্রুয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী  লয়েড জেমস অস্টিন এ তথ্য জানান।

তিনি বলেন, মার্কিন সময় ৩ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া, বাহরাইন, ডেনমার্ক, হল্যান্ড ও নিউজিল্যান্ডের সমর্থনে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুর উপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ হামলার লক্ষ্য, লোহিত সাগরে বিভিন্ন জাহাজের উপর ইরানসমর্থিত হুথিদের আক্রমণ বন্ধ করা।

এদিকে, নিউইয়র্ক টাইমস পত্রিকা জানিয়েছে, এদিন হুথি বিদ্রোহীদের ভূগর্ভস্থ অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ও রাডার-ব্যবস্থার উপর হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। মোট ১৩টি স্থানে ৩৬টি সামরিক লক্ষ্যবস্তুর উপর এ হামলা চালানো হয়।

হামলার পর পরই হুথি বিদ্রোহীদের উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ বুকাহাটি জানান, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার আগ পর্যন্ত, লোহিত সাগরে হুথি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)