বিদেশে চীনের বিনিয়োগ বেড়েছে
2024-02-04 20:12:40

ফেব্রুয়ারি ০৪, সিএমজি বাংলা ডেস্ক: গত বছর বিদেশে চীনের বিনিয়োগে প্রবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। শিল্পখাতে বিদেশে প্রত্যক্ষ বিনিয়োগ ছিল ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ইউয়ান। যা তার তার আগের বছরের চেয়ে ৫.৭ শতাংশ বেশি। রোববার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

একই সময়ে বিদেশি চুক্তিকৃত প্রকল্পের টার্নওভার ছিল ১ দশমিক ১৩ ট্রিলিয়ন ইউয়ান। যা আগের বছরের চেয়ে ৮.৮ শতাংশ বেশি।

এ ছাড়া, নতুন স্বাক্ষরিত চুক্তির বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৮৬ ট্রিলিয়ন।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) অংশীদারদের সঙ্গে বিনিয়োগ সহযোগিতাও উল্লেখযোগ্যভাবে এগিয়েছে।

বিআরআই দেশগুলিতে চীনা উদ্যোগগুলির আর্থিক খাত বহির্ভূত প্রত্যক্ষ বিনিয়োগ ছিল ২২৪ দশমিক ০৯ বিলিয়ন ইউয়ান। যা আগের বছরের চেয়ে প্রায় সাড়ে ২৮ শতাংশ বেশি।

২০২৩ সালে বিআরআই দেশগুলোতে চুক্তিবদ্ধ প্রকল্পগুলোর লেনদেনের পরিমাণ ছিল ৯৩০ দশমিক ৫২ বিলিয়ন ইউয়ান। এ ছাড়া, নতুন স্বাক্ষরিত বিআরআই চুক্তির মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ইউয়ানে।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি।