মার্কিন হামলার নিন্দা জানালো সিরিয়া, ইরাক ও ইরান
2024-02-04 16:28:30

ফেব্রুয়ারি ৪: গতকাল (শনিবার) ভোরে মার্কিন বাহিনী সিরিয়া ও ইরাকে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর বিমান-হামলা চালায়। সিরিয়া, ইরাক ও ইরান এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা এতে আরও বাড়বে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সকল অজুহাত অগ্রহণযোগ্য। এ হামলা আবারও প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্থিতিশীলতার মূল কারণ।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত মার্কিন শ্যাজে ডে-ফেয়ার্সকে তলব করে এবং হামলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।

একই দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানী বলেন, বিমান-হামলাটি সিরিয়া ও ইরাকের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুল। (প্রেমা/আলিম/সুবর্ণা)