১৪ বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি তাইওয়ানের
2024-02-04 20:10:40

ফেব্রুয়ারি ০৪, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালে চীনের তাইওয়ানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল মাত্র ১ দশমিক ৪ শতাংশ, যা প্রত্যাশিত প্রবৃদ্ধির থেকে অনেক কম এবং গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন।

সম্প্রতি চীনের তাইওয়ান কর্তৃপক্ষের পরিসংখ্যান বিভাগ প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ ছাড়াও, গত ডিসেম্বরে অঞ্চলটির অর্থনীতি বিষয়ক বিভাগ ২০২৩ সালে তাইওয়ানের শিল্প উৎপাদন সূচক এবং উৎপাদন খাতের উপ-সূচক প্রকাশ করে। এতে দেখা যায়, উভয় সূচকেই টানা ১৯ মাস ধরে নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করেছে অঞ্চলটি।

তাইওয়ানের রাজনীতি বিষয়ক বিশ্লেষক লাই ইউহ-ছিয়েন বলেন, ‘এমনটা ঘটার প্রথম কারণ হলো রপ্তানি কমে যাওয়া, দ্বিতীয়ত, বাড়তি ইনভেন্টরির ফলে অতিরিক্ত ইনভেন্টরি হ্রাস এবং তৃতীয়টি হলো বিনিয়োগ কমে যাওয়া। এই তিন কারণে তাইওয়ান অঞ্চল অর্থনৈতিক মন্দার দিকে গেছে।'

-শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।