চাঁদ ও পৃথিবীর মধ্যে যোগাযোগে উপগ্রহ পাঠাচ্ছে চীন
2024-02-03 18:36:14


 

ফেব্রুয়ারি ০৩, সিএমজি বাংলা ডেস্ক: চাঁদ ও পৃথিবীর মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রিলে উপগ্রহ ছুয়েছিয়াও-২ উৎক্ষেপণ করছে চীন।

 

চলতি বছরের প্রথমার্ধে এই উপগ্রহটি মহাকাশে পাঠানো হবে বলে জানিয়েছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন।

 

উপগ্রহটি উৎক্ষেপণের লক্ষ্যে ইতোমধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশযান লঞ্চ সাইটে স্থানান্তরিত করা হয়েছে এবং পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।

 

এই উপগ্রহটি মূলত চীনের চন্দ্র অনুসন্ধান কার্যক্রমের চতুর্থ পর্বের জন্য একটি রিলে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ ছাড়া এটি ছ্যাংই-৪, ছ্যাংই-৬, ছ্যাংই-৭ এবং ছ্যাংই-৮ চন্দ্র মিশনে যোগাযোগ পরিষেবা দেবে।

 

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি