'একচীন নীতি'-তে অবিচল থাকার ঘোষণা ফিজি’র
2024-02-03 17:48:59

ফেব্রুয়ারি ৩: ফিজির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী গতকাল (শুক্রবার) বলেছেন, তার দেশ সবসময় দৃঢ়ভাবে 'একচীন নীতি'-তে অবিচল থাকবে। 

এদিন চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা সংস্থার মহাপরিচালক লুও চাও হুই ফিজি’র রাজধানীতে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এতে সংশ্লিষ্ট সহযোগিতামূলক দলিলপত্র স্বাক্ষরিত হয়। যৌথভাবে সাংবাদিক সম্মেলনে অংশ নেয়ার সময় চীনের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

তিনি বলেন, চীনের আধুনিকায়ন ফিজিসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন উদাহরণ।

লুও চাও হুই বলেন, চীন ও ফিজি’র সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন। 'একচীন নীতি'-তে অবিচল থাকায়  ফিজি’র প্রশংসা করে চীন।  ফিজি’র অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যথাসাধ্য সাহায্য দিতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)