২৭টি ইইউ দেশ ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আইন’-এর খসড়া সমর্থন করেছে
2024-02-03 19:17:56

ফেব্রুয়ারি ৩: ২৭টি ইইউ দেশের প্রতিনিধিরা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের’ খসড়ার সমর্থনে সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের আইন প্রণয়নের জন্য ইইউ-র জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয়েছে।

ইইউ অভ্যন্তরীণ বাজার কমিশনার থিয়েরি ব্রেটন সোশ্যাল মিডিয়ায় জানান,  যে ২৭টি দেশ সর্বসম্মতভাবে এই বিলটিকে সমর্থন করেছে, তারা প্রকারান্তরে স্বীকার করেছে যে, "আলোচনাকারীরা উদ্ভাবন এবং নিরাপত্তার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য খুঁজে পেয়েছেন।"

ইউরোপীয় কমিশন ২০২১ সালের এপ্রিলে কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের প্রস্তাবের জন্য একটি খসড়া আলোচনার অনুমোদনের প্রস্তাব করেছিল। গত বছরের ডিসেম্বরে, ইউরোপীয় পার্লামেন্ট, ইইউ সদস্য দেশ এবং ইউরোপীয় কমিশন কৃত্রিম বুদ্ধিমত্তা আইন নিয়ে একটি চুক্তিতে পৌঁছায়।

এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বিল অনুমোদনের জন্য ইউরোপীয় পার্লামেন্টে জমা দিতে হবে। অনুমোদিত হলে, প্রাসঙ্গিক নিয়মগুলি পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে। আইনটি পাস হওয়ার ছয় মাস পরে, কিছু নিষেধাজ্ঞামূলক নিয়ম কার্যকর হবে এবং ২০২৫ সাল থেকে সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল সম্পর্কিত কিছু নিয়ম প্রযোজ্য হবে।

(ইয়াং/আলিম/ছাই)