লি ছিয়াংয়ের সাথে নেদারল্যাণ্ডসের প্রধানমন্ত্রীর ফোনালাপ
2024-02-03 17:47:55


ফেব্রুয়ারি ৩: গতকাল (শুক্রবার) সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও নেদারল্যাণ্ডসের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। 

এ সময় লি ছিয়াং বলেন, চীন ও নেদারল্যাণ্ডসের  কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিগত ৫০ বছরে, দুই দেশ  সবসময় একে অপরকে শ্রদ্ধা করেছে, একে অপরের সাথে ভালো  আচরণ করেছে, এবং একসাথে কাজ করে ইতিবাচক ফলাফল অর্জন করেছে। দু’পক্ষ পরস্পরের  গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার।

তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বহু বছর ধরেই উচ্চ স্তরে রয়েছে। কৃষি, জল সংরক্ষণ, প্রযুক্তি, ইইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা চীন -ইউরোপ সহযোগিতায়  নেতৃত্ব নিয়েছে। বাস্তবতা পুরোপুরি প্রমাণ করেছে যে,  কেবল সহযোগিতার মাধ্যমেই আরও দুই দেশ উপকার পেতে পারে। 

জবাবে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী চীনা জনগণকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,  এই বছর দুই দেশের উন্মুক্ত ও বাস্তব সার্বিক সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকী। দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে তাঁর দেশ আগ্রহী বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)