২০২৪ সালেও বিশ্ব প্রবৃদ্ধিতে সর্বোচ্চ অবদান রাখবে চীন: আইএমএফ
2024-02-03 18:44:18

ফেব্রুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের জ্যেষ্ঠ আবাসিক প্রতিনিধি স্টিভেন বার্নেট বলেছেন, চলতি বছর চীনের অর্থনীতি বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এক চতুর্থাংশেরও বেশি অবদান রাখবে।

শুক্রবার প্রকাশিত ‘২০২৩ চায়না আর্টিকেল ফোর স্টাফ রিপোর্ট’-এ আইএমএফ দেশটির অর্থনৈতিক অবস্থা এবং নীতি ক্রিয়াকলাপের একটি বার্ষিক গভীর পর্যালোচনা প্রস্তাব করে। তাতে বলা হয়ে, চীনের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ২০২৪ সালে ৪ দশমিক ৬ শতাংশে পৌঁছাবে। ২০২৩ সালে প্রবৃদ্ধি অর্জিত হয়ে ৫ দশমিক ২ শতাংশ।

বার্নেট বলেন, তিনি চীনে মুদ্রাস্ফীতির সম্ভাবনা দেখছেন না। আর্টিকেল ফোর স্টাফ রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, উৎপাদন ব্যবধান সংকুচিত হওয়ায় চীনের সিপিআই বৃদ্ধি ২০২৩ সালে শূন্য দশমিক ২ শতাংশ থেকে কমে এ বছর ১ দশমিক ৩ শতাংশে দাঁড়াবে৷

বার্নেট বলেন, চীনের অর্থনীতিতে শিথিলতা মোকাবেলায় এই বছর সামষ্টিক অর্থনৈতিক নীতিতে যথেষ্ট সুযোগ রয়েছে। ২০২৩ সালে নমিনাল জিডিপি প্রবৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে ছাড়িয়ে গেছে।

হাশিম/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া।