ইঁদুরের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক ম্যাপ তৈরি
2024-02-03 18:32:31


 

ফেব্রেুয়ারি ০৩, সিএমজি বাংলা ডেস্ক: ইঁদুরের মস্তিষ্কের ‘হিপোক্যাম্পাস’ অংশের কোষের সবচেয়ে বড় নিউরাল নেটওয়ার্ক ম্যাপ তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সায়েন্স জার্নালে এ সংক্রান্ত গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

 

গবেষকদের যুগান্তকারী এ নেটওয়ার্ক ম্যাপের কারণে হিপোক্যাম্পাল নিউরনের কার্যকারিতা এবং এ সংক্রান্ত রোগ প্রতিরোধ ও চিকিৎসায় অগ্রগতি অর্জিত হবে।

 

বিজ্ঞানীরা বলছেন, হিপোক্যাম্পাস শুধুমাত্র স্মৃতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন নয়; কনন্টেক্সট, স্পাশিয়াল কগনিশন, ন্যাভিগেশন, স্ট্রেস ও মানবিক আবেদনের মতো মস্তিষ্কের বিভিন্ন কাজেও ভূমিকা রাখে। এই কাজগুলো করার জন্য হিপোক্যাম্পাল নিউরনগুলো কাছাকাছি বা দূরবর্তী অংশের অন্যান্য নিউরনে সংকেত পৌঁছে দেয়।

 

গবেষণায় বিজ্ঞানীরা সম্পূর্ণ নিউরাল রোডম্যাপ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করে ইঁদুরের হিপোক্যাম্পাসের ১০ হাজার ১০০টি একক নিউরনের একটি ম্যাপ এবং ৪৩টি নিউরাল প্রজেকশন প্যাটার্নকে শ্রেণীবদ্ধ করেছেন।

 

শুভ/রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি