দুবাইয়ে সিএমজি-র ‘ছুনওয়ান’
2024-02-03 16:49:26

ফেব্রুয়ারি ৩: গতকাল (শুক্রবার) চীনের ছোট বসন্ত উত্সব উপলক্ষে চায়না মিডিয়াম গ্রুপ (সিএমজি)-র ‘ড্রাগনের বংশধররা, ড্রাগনবর্ষের আশীর্বাদ পাঠায়’ শীর্ষক অনুষ্ঠান দুবাইয়ের বিখ্যাত ল্যান্ডমার্ক বুর্জ খলিফা পার্কে অনুষ্ঠিত হয়।

দুবাইয়ে চীনা কনসাল জেনারেল লি স্যু হাং, সেখানে চীনা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা, গণমাধ্যমের প্রতিনিধিরা, প্রবাসী চীনাদের প্রতিনিধিরা, এবং বিভিন্ন দেশের বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চীনা কনসাল জেনারেল লি স্যু হাং বলেন, চলতি  বছর সিএমজি প্রথম বারের মতো বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে ঘিরে মূল এলাকায় বসন্ত উৎসবের অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, এ বছর হলো নয়াচীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং চীন ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। এ প্রেক্ষাপটে, সিএমজি বসন্ত উত্সবের গালা তথা ছুনওয়ানের মাধ্যমে  দু’দেশের সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালাবে।

অনুষ্ঠানে স্থানীয় মজিদ সুওয়াইদি বলেন, দু’দেশের সম্পর্ক উন্নয়ন দ্বিপক্ষীয় পারস্পরিক কল্যাণের সহযোগিতার জন্য নতুন সুযোগ সৃষ্টি করে। আরব অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত চীনের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীন হলো তাঁর দেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তিনি আশা করেন, সিএমজি ছুনওয়ানের মাধ্যমে দুবাইয়ে বিভিন্ন দেশের মানুষকে চীনা সংস্কৃতি সম্পর্কে আরও ভালো ধারণা পেতে সাহায্য করবে। (ছাই/আলিম)