থিয়ানচিনে সেনাদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালেন সি
2024-02-03 18:40:13

ফেব্রুয়ারি ৩: বসন্ত উৎসবের প্রাক্কালে, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (শুক্রবার) থিয়ানচিনে সেনাদের সাথে দেখা করেন ও তাদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান।

 

তিনি সিপিসি’র কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের পক্ষ থেকে, চীনা গণমুক্তি ফৌজের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, গত এক বছরে থিয়ানচিনে অবস্থিত সৈন্যরা দলীয় কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের সিদ্ধান্তসমূহ দৃঢ়তার  সাথে বাস্তবায়ন করেছে; বিভিন্ন কাজে উন্নতি করছে, এবং বিশেষভাবে বড় কাজগুলো সম্পূর্ণরূপে সম্পন্ন করেছে।

 

তিনি বলেন, থিয়ানচিনের সেনারা বন্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রেখেছে, শহরের বাসিন্দাদের প্রাণ ও সম্পত্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

 

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, নতুন বছরে নতুন সময়পর্বে সামরিক কৌশলগত নীতিমালা বাস্তবায়ন করতে হবে, দৃঢ়ভাবে সিপিসি ও জনগণের বিভিন্ন দায়িত্ব বহন করতে হবে।

 

প্রেসিডেন্ট সি আরও বলেন, বসন্ত উত্সব আসছে। সকল সেনার উচিত নিজ নিজ দায়িত্ব পালন করে, দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)