নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন
2024-02-03 18:33:26

 

জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের সিচাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে একসঙ্গে ১১টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।

 

শনিবার স্থানীয় সময় সকাল ৭তা ৩৭ মিনিটে লং মার্চ-২ সি ক্যারিয়ার রকেটের মাধ্যমে জিলি-০২ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা করা হয় এবং এটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

 

এবারের মিশনটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৫০৮তম ফ্লাইট মিশন।

 

নাহার/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।