২০২৪ সালে শিক্ষার্থীদের ঋণ মওকুফ করলো চীন
2024-02-03 18:41:57


 

জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন সরকারের ভর্তুকির আওতায় শিক্ষার্থীদের নেওয়া ঋণের সুদ মওকুফ করেছে চীন। শক্রবার অর্থ মন্ত্রণালয়ের সার্কুলারে জানানো হয়েছে এ নির্দেশনা।

 

সার্কুলারে অর্থ মন্ত্রণালয় বলছে, ২০২৪ সালে এবং তার আগে স্নাতক পাশ করা কলেজ শিক্ষার্থীদের চলতি বছর ঋণের সুদ পরিশোধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

সার্কুলারে বলা হয়েছে, শিক্ষার্থীরা ১২মাসের জন্য ঋণ পরিশোধ পিছিয়ে দেওয়ার জন্যও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে, কোনো জরিমানা বা চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়া হবে না।

 

মন্ত্রণালয় বলছে, সরকারের এই পদক্ষেপগুলো শিক্ষার্থীদের আর্থিক বোঝা থেকে মুক্তি দেবে,পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করবে।

 

নাহার/হাশিম

তথ্য ও ছিবি- সিনহুয়া।