একসাথে ৯টি উপগ্রহ উৎক্ষেপণ করলো চীন
2024-02-03 19:17:12

ফেব্রুয়ারি ৩: ৩ ফেব্রুয়ারী সকাল ১১টা ৬ মিনিটে, চীনের  থাইইউয়ান উপগ্রহ উতক্ষেপণকেন্দ্র, কুয়াংতুং প্রদেশের ইয়াংচিয়াং’র নিকটবর্তী সামুদ্রিক অঞ্চলে চিয়েলং ৩ ক্যারিয়ার রকেট ব্যবহার করে, ডিআরও-এল তারকা, জিংশিং ২এ তারকা, তংফাং হুইয়ান গাওফেন ০১ তারকা, ওয়েইহাই ১ নং ০১-০২ তারকা, শিংশিতাই-১৮-২০ তারকা এবং নেক্সসাট-১ তারকাসহ ৯টি উপগ্রহ একসাথে মহাকাশে উৎক্ষেপণ করে।

উপগ্রহগুলি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে এবং উতক্ষেপণ মিশন সম্পূর্ণ সফল হয়েছে।

এটি ছিল চিয়েলং ৩ ক্যারিয়ার রকেটের তৃতীয় ফ্লাইট।

(ইয়াং/আলিম/ছাই)