দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের ‘ছোট জোট’ সৃষ্টির অপচেষ্টা সফল হবে না: সিআরআই সম্পাদকীয়
2024-02-02 21:13:22

ফেব্রুয়ারি ২: ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস সম্প্রতি ভিয়েতনাম সফর শেষ করেছেন। সফরকালে তিনি জানিয়েছেন ফিলিপিন্স-চীন সার্বভৌমত্ব বিতর্ক নিয়ে তিনি ‘অস্বস্তি’ বোধ করেন।


সংবাদে দেখা যায়, ফিলিপিন্স ও ভিয়েতনাম দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দু’পক্ষ একমত হয়েছে যে, যোগাযোগ হটলাইন এবং যৌথ কোস্ট গার্ড কমিটি প্রতিষ্ঠা করা হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সিএমজিকে জানান, ফিলিপিন্সর এহেন আচরণের লক্ষ্য হচ্ছে দক্ষিণ চীন সাগর বিষয়ে, চীনের বিরুদ্ধে ‘ছোট জোট’ সৃষ্টি করা। যাতে চীনের উপর বেশি চাপ দেওয়া যায়। যা দক্ষিণ চীন সাগর বিষয়ে ফিলিপিন্সের একটি নতুন কর্মকাণ্ড। 


গত বছর থেকে দক্ষিণ চীন সাগর বিষয়ে ফিলিপিন্স সমস্যা সৃষ্টি করছে ও উস্কানি দিয়ে আসছে। ফিলিপিন্স অনেকবার চীনের হুয়াং ইয়ান দ্বীপ ও রেন আই রিফের আশেপাশের সাগরে অনুপ্রবেশ করেছিল এবং রেন আই রিফে অবৈধভাবে থাকা তার একটি যু্দ্ধজাহাজে নির্মাণসামগ্রী সরবরাহ করার অপচেষ্টা করেছে। যা স্থায়ীভাবে দখল করার চেষ্টা। গত বছরের শেষ দিকে ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী চীনকে জানান, চীনের সঙ্গে সংলাপ জোরদার করতে চান এবং উত্তেজনা হ্রাস করতে চান। তবে, তারা আচরণ পরিবর্তন করেনি।


ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র সম্প্রতি এক প্রবন্ধে জানান, ‘যুক্তরাষ্ট্র আমাদেরকে খুব সহজে মগজ ধোলাই করতে পারে।’ তার এ কথা থেকে ফিলিপিন্সের সাম্প্রতিক আচরণের কারণ বোঝা যায়। গত বছর থেকে যুক্তরাষ্ট্র তথাকথিত ‘ইন্দো প্যাসিফিক কৌশল’ আরও দ্রুতগতিতে এগিয়ে নিতে শুরু করে। ফিলিপিন্সকে দক্ষিণ চীন সাগর অঞ্চলের ‘চীনবিরোধী অগ্রগামী শক্তিতে’ পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র। 


একদিকে, দক্ষিণ চীন সাগরে উস্কানি দিয়ে আসছে, অন্যদিকে ‘ছোট জোট’ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফিলিপিন্স চীনের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিয়েছে। 


তবে, ফিলিপিন্স যা করেছে তা আসিয়ানের অন্যান্য দেশের সমর্থন পায় নি। গত বছর থেকে সংশ্লিষ্ট অঞ্চলে ফিলিপিন্সের উস্কানিমূলক কর্মকাণ্ডে কোনো আসিয়ান দেশ সমর্থনও দেয় নি। অর্থাৎ আসিয়ান দেশগুলো দক্ষিণ চীন সাগরকে শান্তিপূর্ণ দেখতে চায়। 


হুয়াং ইয়ান দ্বীপ ও রেন আই রিফ চীনের ভূখণ্ড। অনেক বছর ধরে ফিলিপিন্সের নানা উস্কানিতে চীন ব্যাপক ধৈর্য ধারণ করেছে। বর্তমানে, ফিলিপিন্স আবারও সমস্যা করতে চাচ্ছে। যা তার নিজের জন্যই ক্ষতিকর বলে মনে করে চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)