‘ছুন ইয়ুনের’ প্রথমে সপ্তাহে চীনে যাতায়াত করেছেন ১৩৫ কোটিরও বেশি মানুষ
2024-02-02 21:15:12


ফেব্রুয়ারি ২: আজ (শুক্রবার) হচ্ছে ‘বসন্ত উৎসবে যাতায়াতের ব্যস্ততা’ তথা ‘ছুন ইউনের’ অষ্টম দিন। সবাই জন্মস্থানে ফিরে যাচ্ছেন। সংশ্লিষ্ট তথ্যে দেখা গেছে, ‘ছুন ইয়ুনের’ প্রথমে সপ্তাহে চীনে যাতায়াত করেছেন ১৩৫ কোটিরও বেশি মানুষ।


বৃহস্পতিবার দেশে মোট ১৯ কোটি ৬৯ লাখ ৭১ হাজার যাত্রী যাতায়াত করেছেন। যা এ বছরের ‘ছুন ইউনের’ সময় একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। 


এর মধ্যে রেলপথে যাত্রীসংখ্যা ১ কোটি ২০ লাখ ৭৭ হাজার। এ সংখ্যা জানুয়ারির একই দিনের চেয়ে ৫.১ শতাংশ বেশি। সড়কপথে যাতায়াত করা যাত্রীসংখ্যা ১৮ কোটি ২২ লাখ ৩০ হাজার। যা জানুয়ারির একই দিনের চেয়ে ১.৮ শতাংশ বেড়েছে। নৌপথে যাত্রীসংখ্যা ৫ লাখ ৫৮ হাজার। যা জানুয়ারির একই দিনের তুলনায় ১.৯ শতাংশ বেশি। অনাদিকে, বিমানযাত্রীর সংখ্যা ২১ লাখ ছয় হাজার। যা গত জানুয়ারির একই দিনের চেয়ে ০.০৩ শতাংশ বেশি। 


উল্লেখ্য, এ বছর ‘ছুন ইউন’ ২৬ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত- মোট ৪০ দিন বজায় থাকবে। এ সময় চীনারা জন্মস্থানে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের সাথে পুনর্মিলনের চেষ্টা করেন অথবা পরিবার নিয়ে ভ্রমণ করেন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)