ঐতিহ্যবাহী বসন্ত উত্সবে চীন-ভিয়েতনাম রাষ্ট্রপ্রধানদ্বয়ের অভিনন্দন
2024-02-02 17:09:56

ফেব্রুয়ারি ২: চীন ও ভিয়েতনামের জনগণের অভিন্ন বসন্ত উত্সব উপলক্ষ্যে আজ (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুয়েন ফু ট্রং পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

সি চিন পিং সিপিসি, চীন সরকার ও জনগণের পক্ষ থেকে নুয়েন ফু ট্রং, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি, সরকার, জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

সি চিন পিং বলেছেন, ২০২৩ সালে চীন-ভিয়েতনাম সম্পর্ক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি বছর। দু’পক্ষের উচ্চ পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠ হয়েছে, রাজনৈতিক আস্থা আরো দৃঢ় হয়েছে, উন্নয়ন কৌশলের সংযোগ আরো দ্রুত হচ্ছে এবং সার্বিক সহযোগিতা আরো জোরদার হচ্ছে।

সি চিন পিং উল্লেখ করেন, ২০২৪ সালে সাধারণ সম্পাদক নুয়েন ফু ট্রং-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নেতৃত্ব দেওয়া, একসাথে কাজ করা এবং উচ্চ-স্তরের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। সব চ্যানেলে, সব স্তরে ও সব ক্ষেত্রে মানসম্পন্ন বিনিময় এবং সহযোগিতা জোরদার করতে চান সি চিন পিং।  চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা, নতুন প্রেরণা দিয়ে দুই দেশের আধুনিকীকরণের উদ্যোগ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে ইতিবাচক শক্তি যোগানো এবং মানবসমাজের শান্তি ও অগ্রগতির জন্য ভূমিকা রাখতে চান জনাব সি।

নুয়েন ফু ট্রং বলেন, তিনি প্রেসিডেন্ট সি চিন পিং-এর সাথে আদান-প্রদান ও যোগাযোগ বজায় রাখা, উভয় পক্ষের গুরুত্বপূর্ণ ঐকমত্য ও চুক্তি বাস্তবায়নের জন্য দু’দেশের বিভিন্ন বিভাগ, স্তর ও এলাকার যত্ন ও নির্দেশনা অব্যাহত রাখতে চান। সি চিন পিং-এর ভিয়েতনাম সফরে গৃহীত গুরুত্বপূর্ণ মতৈক্য দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক, দু’দেশের জনগণের স্বার্থে কাজ করা এবং আঞ্চলিক ও বিশ্বশান্তি, স্থিতিশীলতা, সহযোগিতা ও উন্নয়নে অবদান রাখতে চান তিনি। তিনি সিপিসি’র ক্রমাগত বৃদ্ধি ও বিকাশ প্রত্যাশা করেন, গণপ্রজাতন্ত্রী চীনের সমৃদ্ধি কামনা করেন এবং ভ্রাতৃপ্রতিম চীনা জনগণের শুভ ও নিরাপদ নববর্ষ কামনা করেন।

(শুয়েই/তৌহিদ/আকাশ)