চীন-আসিয়ান মানব ও সাংস্কৃতিক বিনিময় বর্ষে লি ছিয়াং-এর অভিনন্দন
2024-02-02 22:20:42

ফেব্রুয়ারি ২: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ (শুক্রবার) ‘২০২৪ চীন-আসিয়ান মানব ও সাংস্কৃতিক বিনিময় বর্ষের’ উদ্বোধনী অনুষ্ঠানে অভিনন্দনবাণী পাঠিয়েছেন। 

লি ছিয়াং বলেছেন, চীন ও আসিয়ান দেশগুলো যৌথভাবে রঙিন ও সমৃদ্ধ এশীয় সংস্কৃতি সৃষ্টি করেছে। বর্তমানে আসিয়ানের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে, বিভিন্ন খাতে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, চীন ও আসিয়ানের অভিন্ন কল্যাণের সমাজ গঠন অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। 

লি ছিয়াং বলেন, চীন আসিয়ান দেশগুলোর সাথে ‘চীন-আসিয়ান মানব ও সাংস্কৃতিক বিনিময় বর্ষের’ সুযোগে, বিশ্ব সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন করতে, শান্তি, সহযোগিতা, সহনশীলতার এশীয় মূল্যবোধ অনুসরণ করতে, আরো ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে ইচ্ছুক। 

(শুয়েই/তৌহিদ)