কম্বোডিয়ার সিম রিপ আঙ্কোর বিমানবন্দরে সিএমজির বসন্ত উত্সব গালার প্রচারমূলক ভিডিও প্রচার
2024-02-02 14:19:18

ফেব্রুয়ারি ২: চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি নির্মিত ড্রাগনবর্ষের বসন্ত উত্সব গালার প্রচারমূলক ভিডিও কম্বোডিয়ার সিম রিপ আঙ্কোর আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ডজন স্ক্রিনে প্রচারিত হয়েছে।

এটি এই বিমানবন্দরে প্রথম এ ধরনের ভিডিও প্লে। ‘ড্রাগন বংশধর ড্রাগন বছরে আশীর্বাদ পাঠিয়েছে’ শীর্ষক ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয় বিমানবন্দরের প্রস্থান এলাকায়, যা শতাধিক বিদেশি পর্যটককে আকর্ষণ করে।

সিএমজির বিশেষ অতিথি হিসেবে দেশটির রাজকন্যা নরোদম জেনা পর্যটকদের কাছে বসন্ত উৎসব গালার সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশনা এবং বসন্ত উত্সবের সংস্কৃতি তুলে ধরেন।

স্থানীয় জনগণ ও বিমানবন্দরের কর্মীরা বসন্ত উত্সব গালার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চীন-কম্বোডিয়া ‘বেল্ট অ্যান্ড রোড’ উন্নয়ন কমিটির প্রধান লিন লিথু বলেন, কম্বোডিয়ার অনেক মানুষ চীনা সংস্কৃতির ব্যাপারে আগ্রহী। ২০২৪ ‘চীন-কম্বোডিয়া সাংস্কৃতিক বিনিময় বছর’-এর জন্য এটি একটি ভালো সূচনা। 

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর সিম রিপ আঙ্কোর আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে চালু হয়। এটি চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগে নির্মিত হয়েছে এবং তাদের দিয়ে পরিচালিত দেশের বাইরের প্রথম বিমানবন্দর।

দেশটির উপপ্রধান বলছেন, বিমানবন্দরটি আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর সংযোগস্থল হবে এবং আরও বেশি বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীর কম্বোডিয়া আগমন সুগম করবে এবং এর মধ্য দিয়ে দেশটির আর্থ-সামাজিক উন্নয়ন বেগবান করবে। (প্রেমা/রহমান)