গোলটেবিল ব্যবস্থার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানকে সাহায্য করছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়
2024-02-02 17:08:30

ফেব্রুয়ারি ২: ২০২৩ সালে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিদেশি অর্থায়নের উদ্যোগের জন্য মোট ১৫টি গোলটেবিল বৈঠক করেছে এবং সমন্বিতভাবে বিদেশি প্রতিষ্ঠানের জন্য তিন শতাধিক জটিলতা ও সমস্যার সমাধান করেছে। পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি মাসে একবার গোলটেবিল বৈঠক করবে এবং বিদেশি প্রতিষ্ঠানকে সাহায্য করবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা গতকাল (বৃহস্পতিবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

 

ওই কর্মকর্তা বলেন, নির্দিষ্ট সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় ‘একটি প্রতিষ্ঠানের জন্য একটি উদ্যোগ’ নীতির অধীনে সেগুলো সমাধানের চেষ্টা করেছে; সাধারণ প্রতিক্রিয়া হিসাবে বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ নীতি গ্রহণ ও জারি করার জন্য প্রাসঙ্গিক বিভাগের সঙ্গে কাজ করেছে। একই সাথে, বাণিজ্য মন্ত্রণালয় ২০২৩ সালের সেপ্টেম্বরে বিদেশি-অর্থায়নকৃত প্রতিষ্ঠান থেকে সমস্যা এবং অভিযোগগুলো সংগ্রহ ও পরিচালনা করার জন্য একটি সিস্টেম চালু করেছে, বিদেশি-অর্থায়নকৃত প্রতিষ্ঠানের জন্য অনলাইন গোলটেবিল বৈঠক আয়োজন করেছে, বিশেষত ছোট ও মাঝারি আকারের উদ্যোগ ও সমস্যা রিপোর্ট করার জন্য একটি উন্মুক্ত চ্যানেল সৃষ্টি করেছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)