ছুয়েই ছিয়াও-২ উপগ্রহ বছরের প্রথমার্ধে উৎক্ষেপণ করা হবে
2024-02-02 17:11:26

ফেব্রুয়ারি ২: আজ (শুক্রবার) চীনের মহাকাশ ব্যুরো জানিয়েছে যে, ছুয়েই ছিয়াও-২ , চাঁদ অনুসন্ধান প্রকল্পের চতুর্থ পর্যায়ের রিলে উপগ্রহ, হাইনানের ওয়েনছাং-এ পৌঁছেছে। এটি এ বছরের প্রথমার্ধের উপযুক্ত সময়ে উৎক্ষেপণ করা হবে।

 

ছুয়েই ছিয়াও-২ হল একটি চন্দ্র রিলে স্যাটেলাইট; যা চন্দ্র পৃষ্ঠ ডিটেক্টর এবং স্থল স্টেশনের মধ্যে যোগাযোগ রক্ষায় একটি গ্রাউন্ড-টু-গ্রাউন্ড সংযোগ স্থাপন করবে। এটি ছাংএ্য-৪, ছাংএ্য-৬, ছাংএ্য-৭ এবং ছাংএ্য-৮ এই চারটি মিশনে সহায়তা করবে।

 

 (শুয়েই/তৌহিদ/আকাশ)