ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধবিরতি বাস্তবায়নে চীনা প্রতিনিধির আহ্বান
2024-02-01 19:56:28

ফেব্রুয়ারি ১: বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা পরিস্থিতি নিয়ে এক সভায় চীনা প্রতিনিধি পুনরায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, জাতিসংঘের ইউএনআরডব্লিউএ’র ভূমিকা অপরিহার্য।


জাতিসংঘে নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি চাং চুন জানান, এবারের ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ ৩ মাস ছাড়িয়েছে, এখনও যুদ্ধ চলছে, মানবিক দুর্যোগ গুরুতর হচ্ছে। নিরাপত্তা পরিষদের দায়িত্ববোধ থেকে এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এভাবে ন্যায়বিচার রক্ষা করা যাবে, জীবন বাঁচানো যাবে এবং শান্তি প্রতিষ্ঠা করা যাবে।


চীনা প্রতিনিধি জানান, সামরিক পদ্ধতিতে প্রকৃত নিরাপত্তা বাস্তবায়ন অসম্ভব। এতে আরও বেশি মানুষ হতাহত হবে এবং আরও বড় আকারের বিপর্যয় ঘটাবে। নিরাপত্তা পরিষদের উচিত শক্তিশালী ব্যবস্থা নেওয়া এবং শিগগিরি যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টা চালানো।


চীনা প্রতিনিধি জানান, বাস্তবসম্মত পদ্ধতিতে মানবিক দুর্যোগ হ্রাস করতে হবে। ‘দুই রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করতে হবে। যা ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। 


তিনি বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য দেশে পরিণত করতে সমর্থন দেয় চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)