মিয়ানমারে জরুরি অবস্থা আরও ৬ মাস থাকবে
2024-02-01 14:07:58

ফেব্রুয়ারি ১: মিয়ানমারের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটি দেশজুড়ে জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (বুধবার) দেশটির সরকারি টেলিভিশন এ খবর জানায়।

খবরে জানা গেছে, এদিন কমিটির সম্মেলনে সবাই একমত হয় যে, বর্তমান পরিস্থিতি অস্বাভাবিক বিবেচনা করে সংবিধান অনুসারে জরুরি অবস্থা ছয় মাস বাড়ানো হবে।

সম্মেলনে টেলিকম নেটওয়ার্ক জালিয়াতি, উন্নয়ন, শিক্ষা এবং জাতীয় জনশুমারিসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

 

(প্রেমা/ফয়সল/রুবি)